মানুষের যতগুলো নেতিবাচক অনুভূতি আছে তার মধ্যে একটি হলো ঘৃ/ণা বা H/ATE (হেইট)। ঘৃ/ণা মানুষের মনে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে যা তাকে ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত করে দেয়। কিন্তু যখন এই ঘৃ/ণার পরিমাণ বাড়তে বাড়তে রাগে পরিণত হয়, তখন সেই রাগ ধীরে ধীরে বৈরিতা-য় রূপান্তরিত হয়ে পরিণতি পায় বিদ্বে/ষ বা HAT/RED(হেইট্রেড)-এ। পৃথিবীতে আজ পর্যন্ত যত যুদ্ধ বা নৃ/শংস হানা/হা/নি ঘটেছে, তার সবকিছুর মূলেই আছে এই বিদ্বে/ষ। আর পৃথিবীর বুকে যতদিন মানুষ আছে, কোনো না কোনোভাবে এই ঘৃ/ণা বা বিদ্বে/ষ বারবার ফিরে আসবে আর ধ্বং/সলীলা চলতে থাকবে।
কিন্তু এই যে বিদ্বে/ষ, এটা থেকে আদৌ কি শান্তি পাওয়া যায়?
- যায় না।
"Nothing comes from Ha/tred
except for more Ha/tred"
.
.
#এতে_কোনো_স্পয়লার_নেই
বিশ্বের বিভিন্ন জায়গায় হঠাত করেই অদ্ভুত কিছু রোবট এবং মানুষ খু/নের ঘটনা ঘটতে শুরু করে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, খু/নের পর সব লা/শের মাথার কাছেই কিছু একটা বসিয়ে শিং এর মতো আকার দেওয়া হয়েছে।
[নিশ্চয়ই ভাবছেন, রোবট ত নিজেই মেশিন, তার আবার কীসের খুন?
যখন কোনো CREATURE, হোক সে মানবসৃষ্ট অথবা প্রাকৃতিক, তারা নিজেদের অধিকার থেকে শুরু করে নিজেদের আবেগ অনুভূতিও স্বাধীন ভাবে প্রকাশ করে এবং যাদের বুদ্ধিমত্ত্বা একটা নির্দিষ্ট সময় পরে এমনভাবে উন্নত হয়েছে যাতে তাদের মধ্যে বিবেকবোধ কাজ করে, তখন তাদেরকে মে/রে ফেললে বা ন/ষ্ট করে ফেললে, সেটাকেও খু/ন ই বলে।]
এই খু/নের মামলা তদন্তের ভার এসে পড়ে, গোয়েন্দা সংস্থা, "ইউরোপোল"-এর এক জাঁদরেল রোবট গোয়েন্দা, গেজিক্ট এর হাতে। আর মামলার একপর্যায়ে সে জানতে পারে, খু/নি বেছেবেছে সেইসব মানুষদেরই হ/ত্যা করছে যারা আন্তর্জাতিক রোবটাধিকার আইন সংরক্ষণের সাথে যুক্ত। আর বিশ্বের এমন সাতটি মহান রোবট, যারা সবচেয়ে বৈজ্ঞানিকভাবে উন্নত এবং ব্যাপক ধ্বং/সের অস্ত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে শেষ করাই যার লক্ষ্য।
●কারা এই মহান সাত রোবট?
●গেজিক্ট কি পারবে এই রহস্যজনক খু/নের কূলকিনারা উদ্ধার করতে?
●নাকি ফেঁ/সে যাবে আরো এক জটিল গোলকধাঁধায়?
জানতে হলে আপনাকে যে এই সিরিজটা দেখতেই হবে।
.
Series name : Pluto
Genre : Animation, Action, Drama, Mystery, Sci-fi, Thriller, Suspense, Detective, Psychological, Seinen, Superhero
Episode(s) : 08
Runtime : 56 minutes to 71 minutes per episode
Director : Toshio Kawaguchi
Manga written by : Naoki Urasawa (ইনি-ই Monster এর লেখক), Takashi Nagasaki
MyAnimeList rating : 8.65/10
Rotten tomato rating : 100% fresh
IMDB rating : 8.4/10
Personal rating : সেটা রিভিউ এর লাস্ট প্যারায় বলছি
Studio : Studio M2
Year : 2023
Country : Japan
Language : Japanese, English
Where to watch : Netflix
.
.
.
#ব্যক্তিগত_মতামত
আমি "নাওকি উরাসাওয়া" স্যারের ওয়ান অব দ্য নোটেবল ওয়ার্ক, Monster টা দেখিনি, (তবে দেখবো শীঘ্রই)। ওনার সম্পর্কে কোনো প্রকার ধারণা না রেখেই এই প্লুটো সিরিজটা দেখা শুরু করেছিলাম। ওনার লেখনীর প্রশংসা না করলে বড় অন্যায় হবে। আমি ওনার ফ্যান হয়ে গেছি রীতিমত। অত্যন্ত তুখোড়ভাবে যুদ্ধের সাথে নোং/রা রাজনীতির যোগসাজশ এর দিকটা দেখিয়েছেন তিনি। শুরুর দিকে প্রথম এপিসোড টা একটু স্লো মনে হলেও পরবর্তীতে প্রতিটি এপিসোডে গেজিক্ট এর সাথে সাথে যেন আমিও রহস্যের কিনারা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। সিরিজের একটা এপিসোডেও আমি এতটুকুও বোরিং ফিল করিনি এবং সিরিজ শেষে তৃপ্তির ঢেকুর তুলেছি।
প্রতি এপিসোডে সবসময়ই একটা চাপা উত্তেজনা কাজ করছিলো যে কী হবে কী হবে এমন। Studio M2 এর ভিন্টেজ অ্যানিমেশন স্টাইল আমার দুর্দান্ত লেগেছে আর সেইসাথে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে এর অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক।
সিরিজের প্রতিটা ক্যারেকটারকেই স্টোরি ডেভলপমেন্ট এর সাথে সাথে সঠিকভাবে কাজে লাগানো হয়েছে। সিরিজ দেখতে দেখতে আপনিও প্রতিটা ক্যারেকটারের অনুভূতির সাথে তাল মিলিয়ে হাসবেন, কাঁদবেন, চমকে যাবেন।
ব্যক্তিগত ভাবে আমার কাছে অ্যাটম আর উরান কে খুব ভালো লেগেছে। মনে হচ্ছিলো যেন কোলে তুলে আদর করে দিই বাচ্চা দুটোকে😘😘
আর গেজিক্ট কে ভীষণ ভালো লেগেছে। একেবারে পারফেক্ট জেন্টলম্যান💖
আর... Last but not least! একটা জমকালো সিরিজ, আর kybans কোনো ক্যারেকটারের উপরে ক্রাশ খাবেনা তাই কি হয়? এপসাইলন এর উপরে যারপরনাই ক্রাশ খেয়ে বসেছি💋😇
আমি ওর নাম রেখেছি Gojou Satoru Lite😁। একদম গোজোর মতো উড়ে উড়ে আসে, ব্ল্যাক ড্রেস, হোয়াইট হেয়ার, হ্যান্ডসাম।
.
এবারে আসি পার্সোনাল রেটিং এর কথায়! এই প্লুটো সিরিজটা শেষ করে এমন একটা ঘোরে চলে গেছি যে, সেটা যেন কাটতেই চাইছে না এখনো পর্যন্ত। এতটাই ভ/য়ঙ্কর রকম ভালো লেগেছে যে এটাকে কোনো সংখ্যায় রেটিং দেওয়ার সাহস পাইনি। তাই এটাকে আমি ইমোজি তে রেটিং দিয়েছি। আর আমার পার্সোনাল রেটিং 🤩
.
আমি ভীষণভাবে রেকমেন্ড করবো, এই মাস্টারপিস সিরিজটা দেখতে। আই থিঙ্ক, যেকোনো ম্যাচিওর দর্শকেরই এই সিরিজটা ভীষণ ভালো লাগবে।
Happy watching ☺☺
0 Comments