সালার উগ্রাম রিমেক শুনার পর চিন্তাই ছিলাম প্রভাস কি পারবে ওই 'Agasthya'চরিএ টা পার্ফেক্ট করতে এক্সপেক্টেশনের উপরে পারফর্ম করেছে প্রভাস।এটাকেই বলে আসল ভায়োলেন্স ফিল্ম
কেজিএফ & সালার স্টোরি লাইন পুরাই আলাদা।সালারের মেইন সমস্যা মনে হলো ফাস্ট হাফ কি হচ্ছে কিছুই বুঝা যায় না ঠিকমত।কোনো চরিএের সাথে পার্ফেক্ট কানেক্টশন ফিল আসে না।ইন্টারভ্যালের কিছুক্ষন আগে দিয়ে প্রভাস ডায়নোসর মুড অন করে আর থামা থামি নেই।যতবার স্ক্রীনে আসতেছিল আলাদা ইমপ্যাক্ট ক্রিয়েট করতেছিল।সোয়াগ,স্টাইল,স্ক্রীন প্রেজেন্সে,অ্যাকশন পুরাই মাস এ যেনো সেই পুরাতন প্রভাস যাকে অনেকদিন দেখার জন্যে ছিলাম।দেভা এত ভালো তলোয়ার কিভাবে চালাই সেটার উত্তর নীল ক্লাইম্যাক্সে দিয়েছে।পৃথ্বীরাজকে ও ভালোই লাগছে।তার আসল খেলা পার্ট ২তে দেখা যাবে।
নীল খান্সার সিটিকে দারুন ভাবে প্রেজেন্ট করেছে যদিও kgf ভাইব দিচ্ছিল।এত সুন্দরভাবে ডিটেলিং করবে ভাবছিলাম না।অনেক গুলা চরিএ দেখানোর কারণে অনেক সময় মাথার উপর দিয়ে যাচ্ছিল আসলে কি হচ্ছে এইখানে।যে স্টোরি নীল নিয়েছে 3 ঘণ্টায় কোনোদিন দেখানো সম্ভব না।পলিটিক্যাল গেমটা দারুন দেখিয়েছে।মাস অ্যাকশনে নীল সেরা।কিছু ল্যাগিং আছে মাস ফিল্ম তাই অতটা ল্যাগিং মনে হয়নি।
ফিল্মের সবচেয়ে বড় ভিলেন হলো মিউজিক অনেক যাইগায় ভালো আবার অনেক যাইগায় খারাপ।
অ্যাকশনগুলি এমনভাবে সেট করেছি নীল গুসবাম্ব আসে সিটিমার টাইপ।
পৃথ্বীরাজ+ প্রভাস বন্ডিং ভালো লাগছে।একে অপরের জন্যে জীবন দিতে ও পারে আবার একে অপরের জন্যে অন্যের জীবন নিতেও ১ সেকেন্ড চিন্তা করে না।
এমন যায়গায় ফিল্মটা শেষ করেছে পার্ট ২ এর জন্যে এখন মাথা নষ্ট এক্সাইটমেন্ট কাজ করতেছে
PR: 7.5/10
HAPPY WATCHING
বি:দ্র: যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য Telegram এবং Whats app
0 Comments