Hostel Daze

 

🎬Series Name: Hostel Daze (Season-4)
🎭Genre:Comedy,Drama,Education
🗣️Director: Saurabh Khanna
🔰Imdb: 8.5/10
⚠️Non spoiler⚠️
যারা জীবনে একবার হলেও হোস্টেল কিংবা ভার্সিটির হলে কাটিয়েছেন, তাদের কাছে এই সিরিজটা যেনো ওই দিনগুলার প্রতিচ্ছবি সিরিজটা।
🔰🔰আমার কাছে এটা অর্ডিনারি কোনো সিরিজ না। পুরো সিরিজ টা জুড়ে আপনি কোনো না কোনো চরিত্রে একটু হলেও নিজের প্রতিচ্ছবি খুজে পাবেন যদি আপনি হোস্টেল থেকে পড়াশোনা করে থাকেন।আমি কখনো হোস্টেলে থেকে পড়াশোনা করেনি কিন্তু এই সিরিজ দেখে হোস্টেলে থেকে পড়াশোনা করার আনন্দ মূহুর্ত গুলো একদম কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি।
🔰🔰গল্পটা খুব সহজ আর সাধারন, ইঞ্জিনিয়ারিং করতে আসা কিছু স্টুডেন্ট এর কোনো হোস্টেল দিন গুলো নিয়ে প্লট,প্লটে টুইস্ট টার্ন কিচ্ছু নাই তবুও আপনি এটা এক বসাতে পুরোটা শেষ না করে উঠতে পারবেন না। অভিনয় আর শেষ সিজনের রাইটিং এতোই নিখুঁত ছিলো যে মনে হচ্ছিলো আমিও কোনো এক ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এই উল্লুগুলোর সাথে হারিয়ে গেছি।
🔰🔰গত তিন সিজনের থেকে এই সিজনটা আমার কাছে বেষ্ট লাগছে কেন না,শেষ বর্ষে এসে স্টুডেন্টদের নিজের সময় নষ্ট করার ফল যখন নদীর তীরে এসে বোঝার এলিমেন্টগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে সে সাথে প্রথম জব পাওয়ার আনন্দগুলো ও।
মোট কথা শেষ সিজন ইমোশনাল+রিয়েলিস্টিক জুড়ে দেয়া হয়েছিলো যেটা আগের তিন সিজনে ছিলো না আর শেষ সিজন হিসেবে সফল ছিলো Tvf এর ম্যাকিং করা Hostel Daze,মিস করবো চিরাগ এর কিপটামি মিস করবো জাট এর এর পাঞ্জাবি এলিমেন্টস গুলো,মিস করবো অংকিত এর পর্ন সার্ভ করা,মিস করবো আকাংশা মিচিউরিটি,স্পেশালি মিস করবো ঝান্টু এর পাগলামি আর ফানি ডায়লগ ডেলিভারি গুলো।
সিরিজের কমিক টাইমিং আর ডায়লগ ডেলিভারি এর জন্য অনেক দিন মনে গেথে থাকবে সিরিজটি,কারো না দেখা থাকলে দেখতে পারেন৷
Personal Ratting-: 8/10
বি:দ্র: যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য Telegram এবং Whats app
❤️❤️

Post a Comment

0 Comments