যারা জীবনে একবার হলেও হোস্টেল কিংবা ভার্সিটির হলে কাটিয়েছেন, তাদের কাছে এই সিরিজটা যেনো ওই দিনগুলার প্রতিচ্ছবি সিরিজটা।
মোট কথা শেষ সিজন ইমোশনাল+রিয়েলিস্টিক জুড়ে দেয়া হয়েছিলো যেটা আগের তিন সিজনে ছিলো না আর শেষ সিজন হিসেবে সফল ছিলো Tvf এর ম্যাকিং করা Hostel Daze,মিস করবো চিরাগ এর কিপটামি মিস করবো জাট এর এর পাঞ্জাবি এলিমেন্টস গুলো,মিস করবো অংকিত এর পর্ন সার্ভ করা,মিস করবো আকাংশা মিচিউরিটি,স্পেশালি মিস করবো ঝান্টু এর পাগলামি আর ফানি ডায়লগ ডেলিভারি গুলো।
সিরিজের কমিক টাইমিং আর ডায়লগ ডেলিভারি এর জন্য অনেক দিন মনে গেথে থাকবে সিরিজটি,কারো না দেখা থাকলে দেখতে পারেন৷
0 Comments