Selvi boylum, al yazmalim AKA The Girl with the Red Scarf
IMDb: 8.7/10
Genres: Drama | Romance
Language: Turkish
Country of Origin: Turkey
Run time: 01:26:40
অনলাইনে বেস্ট তার্কিশ মুভি, হাই রেটেড তার্কিশ মুভি, বেস্ট রোমান্টিক মুভি, বেস্ট তার্কিশ ড্রামা, এসব যা লিখেই সার্চ দিন না কেন, সার্চ রেজাল্টের প্রথম সারিতে যে নামটি সব সময় থাকে, সেটি হচ্ছে The Girl with the Red Scarf (1978) .
1977 সালের রোমান্টিক জনারের এই এভার ক্লাসিক তার্কিশ ড্রামাটি এখনো imdb তে 8.7 রেট নিয়ে নিজের স্থান বহাল রেখেছে। অর্জনের ঝুলিতেও যার রয়েছে বেশ কয়েকটি পুরস্কার।
ভালোবাসা আসলে কী? এক পলক দেখার পর বিদ্যুৎচমকের মত একরাশ ভালো লাগা?
বহমান নদীর মতো শিহরণ?
কিংবা, শরতের বাতাসের ছোঁয়ায় পাতার মর্মর ধ্বনির মত অনুরণন তুলে যাওয়া অপ্রকাশিত আবেগ?
বৈশাখী ঝড়ের সেই উম্মাদনা, যার ডাকে জীবনের হিসেব নিকেশ ছাড়াই ঘর হতে বের হয়ে যাওয়া যায়?
এসব চপল চঞ্চল অনুভূতির বাইরেও ভালোবাসার সংজ্ঞা থেকে যায়। ভালোবাসা মানে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, তত্ত্বাবধান, সৌহার্দ্য, বন্ধুত্ব। যারা ভালবাসাকে ভালো লাগার সংজ্ঞাতেই সীমাবদ্ধ রাখতে চান, তাদের চিন্তা-চেতনাকে নাড়া দিতে এই মুভির চেয়ে ভাল উদাহরণ আর নেই।
মুভি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। কারণ মুভিটি মাত্র দেড় ঘন্টার। আগে থেকে বেশি কিছু বলে এই দেড় ঘন্টার ক্লাসিক জার্নিতে ব্যত্যয় ঘটিয়ে লাভ নেই। তবে এটুকু বলতে পারি, এই দেড় ঘণ্টায় মুভির BMG এর সুরের মূর্ছনায় আপনি এতটাই ডুবে থাকবেন, যে মুভি কখন, কোন পয়েন্টে টার্ন নিচ্ছে আপনি টেরও পাবেন না। সেই সাথে মুভির স্ক্রিনপ্লে আর ক্যামেরার কাজ আপনাকে হ্যাচকা টান দিয়ে নিয়ে যাবে ছোটবেলার সেই রুপালি পর্দার সিনেমাগুলোর মুহূর্তে। হাসি-কান্না, উচ্ছাস-অবসাদ, ভালোবাসা-ব্যর্থতা সব মিলিয়ে দেড় ঘন্টার এই এভার ক্লাসিক তার্কিশ সিনেমা ভালোবাসার সংজ্ঞাকে ভিন্ন ভাবে উপস্থাপনের মাধ্যমে আপনাকে অনেকটাই রোমাঞ্চিত করবে

0 Comments