পরিচালনা : গোলাম সোহরাব দোদুল
সম্প্রতি ভারতীয় প্ল্যাটফর্ম হইচই -তে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ 'মোবারকনামা'। যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম। গোলাম সোহরাব দোদুল'র পরিচালিত সিরিজটিতে মোশাররফ করিম'র পাশাপাশি অভিনয় করেছেন শাহনাজ সুমি, সামিয়া অথৈ, সৈয়দ জামান শাওন, শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু সহ আরও অনেকে।
গল্পে দেখা যায় মোবারক নামের একজন ব্যর্থ এডভোকেটকে। ব্যর্থ এডভোকেট জীবনের একটা সময়ে এমন এক সাহসী কেস নিয়ে লড়াই করে যা সবাইকে চমকিয়ে দেয়। যেখানে দেখা যায় ভিক্টিম কেস করতে চায় তার বোন জামাই এর নামে। ভিক্টিমের অভিযোগ রেপ এর! মেয়েটির চলাফেরা আপত্তিকর থাকায় সকলে দোষও তাকেই দিচ্ছেন। আমাদের সমাজে এই ধরনের কেস গুলোতে ভিক্টিমকেই দোষী বলে মনে করা হয়। শেষমেশ মোবারক এই কি কেস জিততে পারবে? মেয়েটি কি সু-বিচার পাবে? নাকি ঘটে যাবে অন্য কিছু ?
ওয়েবসিরিজটির কাস্টিং ছিলো দুর্দান্ত। যারা অভিনয় করেছেন তারা সবাই-ই নিজের সেরাটাই দিয়েছেন। বিশেষ করে মোশাররফ করিম এর কথা না বললেই নয়। মোশাররফ করিম এর উপর যতটুকু এক্সপেক্টেশন ছিলো তার চেয়েও ভালো করেছেন মোবারক চরিত্রে। পুরো সিরিজ জুড়েই অনবদ্য অভিনয় করেছেন তিনি। সিরিজে আলাদা ভাবে নজর কেড়েছেন শাহনাজ সুমি। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। চ্যালেঞ্জিং হলেও অভিনয়টা করেছেন দুর্দান্ত। একদম চরিত্রের সাথে মিশে গিয়েছিলেন। তাছাড়া বাকিরাও চরিত্র অনুযায়ী অভিনয়টা ঠিকঠাকই করেছেন।
মোবারকনামা সিরিজের গল্প দুইটা পরিবারের। মোবারক আইনজীবী হয়েও ব্যর্থ। তবে এই ব্যর্থ কি শুধু কেস পরাজয়ের নাকি আড়ালে লুকিয়ে থাকা কিছু কষ্টের? একজন মায়ের অভিশাপও বহন করতে হয়। কিন্তু কি কারণে মোবারক আইনজীবী পেশায় টিকতে পারলেন না? তা দেখা যাবে গল্পের গভীরতায়।
অন্যদিকে সুরাইয়ার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণ কি? নিজের উশৃংখল জীবনযাপনের কারণে পরিবারের সবাই যেন তার বিরুদ্ধে। তাহলে কি সুরাইয়ার ন্যায় বিচারও থমকে যাবে?
গল্পটা খুব একটা অপরিচিত না তবে সবার অভিনয় ছিলো অসাধারণ। বিশেষ করে মোশাররফ করিমের বেশ কিছু এক্সপ্রেশন ছিলো চোখে পড়ার মতো। তার স্ত্রীর ভূমিকায় দেখা যায় শবনম ফারিয়াকে। তিনিও ভালো করেছেন। এমনিতে অনেকটা প্রচন্ড মেজাজি স্বভাবের মোবারক সত্য আর মিথ্যার লড়াইয়ে প্রতিনিয়ত নিজেকে খুঁজে ফিরেন।
অনেকদিন পর এই সিরিজের মধ্য দিয়ে জেনিকে দেখা গেলো। যিনি মোবারকের প্রতিদ্বন্দ্বী। আদালতের ময়দানে দুজনের লড়াই বেশ জমে উঠেছিলো। অভিনয়ও দারুণ। সামিয়া অথৈ বেশ সামাজিক শান্তশিষ্ট একজন গৃহিণী। কিন্তু তার বোন চরিত্রে সুরাইয়া ছিলো তার স্বভাবের ঠিক বিপরীত। শাহনাজ সুমী এই চরিত্রে বেশ ভালো করেছেন। মায়ের চরিত্রে শিল্পী সরকার ছিলেন দুর্দান্ত। এছাড়াও শাওন সহ অন্যরা নিজেদের চরিত্র অনুযায়ী যথাযথ ছিলেন।
সিরিজ অনুযায়ী গল্পের মেকিং ভালো করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল৷ চিত্রনাট্য অনুযায়ী সিরিজ খুব বেশি বড়ও করেননি। গল্পের সাথে যা মানানসই ছিলো। কালার গ্রেডিং, সাউন্ডের ব্যবহার কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটি সেকশনেই ভালো কাজ করা হয়েছে। আইন আদালত ও পারিবারিক দৃশ্যগুলোর উপস্থাপন সুন্দর লেগেছে।
সিরিজটির নির্মান নিয়ে অনেকেই চিন্তিত ছিলো যে নির্মানে কেমন করবেন গোলাম সোহরাব দোদুল। অসাধারণ নির্মান করে সেই চিন্তা দূর করে দিয়েছেন তিনি। ভালো করার জন্য যথেষ্ট এফোর্ট দিয়েছেন । এজন্য গোলাম সোহরাব দোদুল প্রশংসার দাবিদার।

0 Comments