The Hunger Games: The Ballad of Songbirds

 



▫️দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অফ সংবার্ডস অ্যান্ড স্নেকস একটি প্রিকোয়েল মুভি বা অরিজিন স্টোরি হিসেবে একদম পারফেক্ট।
🅝🅞 🅢🅟🅞🅘🅛🅔🅡
▫️এই মুভির কাহিনী ২০১২ সালের প্রথম হাঙ্গার গেমস মুভি (৭৪ তম হাঙ্গার গেমস ইভেন্ট) এর ৬৪ বছর পূর্বে টেক প্লেস করে, অর্থাৎ ১০ম হাঙ্গার গেমস-এ এই মুভি ফোকাস করে। মূলত প্রেসিডেন্ট স্নো-র অরিজিন স্টোরি হিসেবে সার্ভ করে মুভিটি, একজন সাধাসিধে যুবক থেকে কিভাবে অত্যাচারী শাসকে পরিণত হলো সেই জার্নি-টি দেখানো হয় মুভিতে।
১০ম হাঙ্গার গেমস-এ নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়, নিয়মানুযায়ী পানেম ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের-কে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা ট্রিবিউট-কে মেন্টর করতে হবে। যার মেন্টরশিপে প্রতিযোগী জয়ী হবে সে মেন্টর-কে প্রদান করা হবে "প্লিন্থ প্রাইজ" (স্কলারশিপ হিসেবে ধরতে পারেন)। এখন ডিস্ট্রিক্ট ১২ থেকে আসা ট্রিবিউট 'লুসি গ্রে'কে মেন্টর করার দায়িত্ব পড়ে কোরিওলানাস স্নো-র কাঁধে।
▫️অভিনয়ের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে লুসি গ্রে-র চরিত্রে অভিনয় করা র্যাচেল জেগলার। আগে জানা ছিলনা যে তিনি একজন সিঙ্গার, মুভিতে থাকা একটি ব্যতিত সব গানই উনার নিজের গলায় গেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সুরেলা কণ্ঠেও মুগ্ধ করেছে আমাকে। লিড রোলে টম ব্লিথ-ও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, বিশেষ করে থার্ড অ্যাক্ট-এ উনার পারফরম্যান্স পার্সোনালি ভালো লেগেছে। পার্শ্বচরিত্রে পিটার ডিঙ্কলেজ এবং ভায়োলা ডেভিস ছিলেন অনবদ্য।
▫️মুভির টোটাল রানটাইম ২ ঘন্টা ৩৮ মিনিট, স্ক্রিনপ্লে কিছু জায়গায় ফাস্ট হলেও অল্প কিছু জায়গায় স্লো ফিল হয়। আর গল্পকেও তিনটি অ্যাক্ট-এর মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে; দ্য মেন্টর, দ্য প্রাইজ, দ্য পিসকিপার।
• দ্য মেন্টর: গল্পের বিল্ড-আপ, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, ওয়ার্ল্ড বিল্ডিং এসব নিয়েই মুভির ফার্স্ট অ্যাক্ট। অতি অল্প সময়েই ফাস্ট স্ক্রিনপ্লে-র সাথে অডিয়েন্সদের ইন্ট্রোডিউস করানো হয় হাঙ্গার গেমস এর ওয়ার্ল্ড।
• দ্য প্রাইজ: এই অ্যাক্ট-টি ছিল মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ এখানেই দেখানো হয় ট্রিবিউট-দের বেচেঁ থাকার লড়াই বা হাঙ্গার গেমস। কিন্তু পূর্ববর্তী মুভি সমূহের তুলনায় এই মুভিতে হাঙ্গার গেমস চলাকালীন খুব একটা থ্রিল ফিল হয়নি। তবে আমি হাঙ্গার গেমস এর আয়োজন বা এক্সিকিউশন নিয়ে প্রশ্ন তুলছিনা, কারণ এই মুভির সময়কালে হাঙ্গার গেমস তার প্রাথমিক পর্যায়েই ছিল। জাস্ট এইটুকু বলছি যে থ্রিলিং মোমেন্ট একটু কম ছিল দ্বিতীয় অ্যাক্ট-এ।
• দ্য পিসকিপার: সেকেন্ড অ্যাক্ট এর পর মনে হতে পারে যে মুভি তো প্রায় শেষ, থার্ড অ্যাক্ট-এ কি দেখবে আবার? কিন্তু থার্ড অ্যাক্ট ছিল আমার পার্সোনাল ফেভারিট, এখানেই মূলত কোরিওলানাস স্নো-র প্রেসিডেন্ট স্নো হয়ে উঠার জার্নি দেখানো হয়। স্ক্রিনপ্লে, ডিরেকশন, এন্ডিং সবই পারফেক্ট ছিল।
▫️আপনি যদি হাঙ্গার গেমস এর বাকি মুভিগুলো না দেখে থাকেন কিংবা এ সম্মন্ধে কোনো ধারণাই না থাকে, তাহলেও কোনো প্রবলেম নেই। আমিও মকিংজে পার্ট ওয়ান পর্যন্ত দেখেছিলাম (মেবি অর্ধেক), এরপর আর দেখিনি।
▪️Movie: The Hunger Games: The Ballad of
Songbirds & Snakes (2023)
▪️Director: Francis Lawrence
▪️Genre: Action, Adventure
▪️Runtime: 2h 38m
▪️Cast: Tom Blyth, Rachel Zegler, Peter
Dinklage, Viola Davis etc.
▪️IMDb Rating: 7.2/10
▪️Rotten Tomatoes: 64%
▪️Personal Rating: 3.5/5⭐

বি:দ্র: যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য Telegram এবং Whats app

Post a Comment

0 Comments