🅝🅞 🅢🅟🅞🅘🅛🅔🅡
• ১০ম হাঙ্গার গেমস-এ নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়, নিয়মানুযায়ী পানেম ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের-কে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা ট্রিবিউট-কে মেন্টর করতে হবে। যার মেন্টরশিপে প্রতিযোগী জয়ী হবে সে মেন্টর-কে প্রদান করা হবে "প্লিন্থ প্রাইজ" (স্কলারশিপ হিসেবে ধরতে পারেন)। এখন ডিস্ট্রিক্ট ১২ থেকে আসা ট্রিবিউট 'লুসি গ্রে'কে মেন্টর করার দায়িত্ব পড়ে কোরিওলানাস স্নো-র কাঁধে।
• দ্য মেন্টর: গল্পের বিল্ড-আপ, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, ওয়ার্ল্ড বিল্ডিং এসব নিয়েই মুভির ফার্স্ট অ্যাক্ট। অতি অল্প সময়েই ফাস্ট স্ক্রিনপ্লে-র সাথে অডিয়েন্সদের ইন্ট্রোডিউস করানো হয় হাঙ্গার গেমস এর ওয়ার্ল্ড।
• দ্য প্রাইজ: এই অ্যাক্ট-টি ছিল মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ এখানেই দেখানো হয় ট্রিবিউট-দের বেচেঁ থাকার লড়াই বা হাঙ্গার গেমস। কিন্তু পূর্ববর্তী মুভি সমূহের তুলনায় এই মুভিতে হাঙ্গার গেমস চলাকালীন খুব একটা থ্রিল ফিল হয়নি। তবে আমি হাঙ্গার গেমস এর আয়োজন বা এক্সিকিউশন নিয়ে প্রশ্ন তুলছিনা, কারণ এই মুভির সময়কালে হাঙ্গার গেমস তার প্রাথমিক পর্যায়েই ছিল। জাস্ট এইটুকু বলছি যে থ্রিলিং মোমেন্ট একটু কম ছিল দ্বিতীয় অ্যাক্ট-এ।
• দ্য পিসকিপার: সেকেন্ড অ্যাক্ট এর পর মনে হতে পারে যে মুভি তো প্রায় শেষ, থার্ড অ্যাক্ট-এ কি দেখবে আবার? কিন্তু থার্ড অ্যাক্ট ছিল আমার পার্সোনাল ফেভারিট, এখানেই মূলত কোরিওলানাস স্নো-র প্রেসিডেন্ট স্নো হয়ে উঠার জার্নি দেখানো হয়। স্ক্রিনপ্লে, ডিরেকশন, এন্ডিং সবই পারফেক্ট ছিল।
Songbirds & Snakes (2023)
Dinklage, Viola Davis etc.

0 Comments