Aquaman and the Lost Kingdom
PR: 5.2/10
No spoiler
পরিচালনাঃ Saw, Insidious franchises এবং Conjuring franchises খ্যাত এই পরিচালকের পরিচালনার উপর প্রশ্ন উঠানো বোকামো ছাড়া কিছু নয়।
ভিএফএক্সঃ যথেষ্ট প্রশংসনীয়।
প্রেক্ষাপটঃ মূলত অ্যাটলান্টিসের অতীত কিভাবে গোটা দুনিয়ার বর্তমানের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। হাস্যরসে ভরপুর হলেও আমার কাছে ইম্পেক্টফুল মনে হয়নি। অ্যাকুয়াম্যান চরিত্র এর ডেভলেপমেন্ট আরও ভালোভাবে হওয়া উচিত ছিল। কুল ডুড বিষয়টা দেখাতে গিয়ে কেমন যেন খাপছাড়া কমেডিয়ান চরিত্র বানিয়ে ফেলেছে! কেমন যেন মারভেলের থর লাভ এন্ড থান্ডার চলচ্চিত্রের কমেডির ভাইবস পাচ্ছিলাম ডিসির এই চলচ্চিত্রে। আমি ভাই বেশ হতাশ। Aquaman (2018) এর ধারের কাছেও নেই এই পার্ট। জেমস ওয়ান সাহেব কেনো এমন গল্প লিখেছেন বুঝতে পারলাম না! ডেভলেপমেন্টের প্রয়োজন ছিল।
অভিনয়ঃ এই বিষয় আমার কোনো মতবাদ বা প্রশ্ন নেই। সুন্দর। তবে হ্যা অ্যাকুয়াম্যানের বউ মেরার চরিত্রে এবারও অভিনয় করেছেন অ্যাম্বার হার্ড।
সিনেমেটোগ্রাফিঃ যথেষ্ট ভালো, মানসম্মত।
Aquaman and the Lost Kingdom এর প্রেক্ষাপট এর সঙ্গে প্রথম পার্টের সম্পর্ক যথাযথ রয়েছে এবং খুব ভাল ভাবেই রয়েছে। আমি অতি আশা নিয়ে বসেছিলাম দেখবার জন্য কিন্তু নিরাশ হয়েছি বেশ। ডিসি এর এই চলচ্চিত্র আশার আলো নিয়ে এসেছিল কিন্তু হতাশা দেখিয়ে পুনরায় ফিরে গেল!

0 Comments