Great Teacher Onizuka (GTO)

Anime Which Gives You Life Lesson
#anime_review 
Name:  Great Teacher Onizuka (GTO)
Year:2000
Genre: Comedy,Parody,School, Delinquent (almost like gintama)
Episode: 43( Finished, covered hast half of the manga)
Manga: 200 chapter (Finished)
Released Year:2000(anime)

Personal Opinion:
Story: Peak
Character Development: Top Notch
Comedy: Highly Enjoyable 
Animation: Below average 
Music: Average
Voice Act: Good 
So 8/10.
Plot: ওনিজুকা ২৩ বছর বয়সী বেকার যুবক,এককালে বিভিন্ন গ্যাং এর সাথে যুক্ত ছিলো,মারামারিতে বিশেষ পারদর্শী, কিন্তু এখন সে স্কুলের শিক্ষক হতে চায়, তার আশা শিক্ষক হতে পারলে সে কিশোরী শিক্ষার্থীদের সাথে প্রেম করতে পারবে,হয়তো একটা কিউট বউ ও জুটিয়ে ফেলতে পারবে, কিন্তু তার না আছে কোনো ভালো ডিগ্রি,না আছে শিক্ষাকতা করার যোগ্যতা, কিন্তু তাও সে কোনোভাবে একটি প্রাইভেট স্কুলের সামাজিক শিক্ষার টিচার হয়ে যায়,আর তাকে দায়িত্ব দেয়া হয় ক্লাস ৯ এর এক বিশেষ ক্লাসের, যেই ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট বদমাইশ,অন্যকে বুলিং করে,ড্রাগস ও মারামারিতে যুক্ত, আর সবচেয়ে বড় ব্যাপার তারা তাদের কোনো ক্লাস টিচারকেই স্কুলে টিকতে দেয় না, অনলাইন অফলাইনে টিচারদের এতো বুলিং করে যে আগের ক্লাস টিচার একেবারে মেন্টাল রোগী হয়ে গেছে। তারা ঠিক করে ওনিজুকা কেও স্কুল থেকে ভাগাতে হবে, ওনিজুকা কি পারবে এই ক্লাসের বুলিং সহ্য করে তাদের ঠিক করতে?? 

কেনো দেখবেন?
ওনিজুকা চরিত্রটির সাথে Gintoki এর বেশ মিল পাওয়া যায়,বাইরে damn care ভাব কিন্তু ভিতরে ইমোশনাল ও সিরিয়াস। ওনিজুকার ম্যাইন ফিলোসোফি হচ্ছে সে তার কোনো স্টুডেন্ট কেই খাটো করে দেখে নাহ,সে ভালো স্টুডেন্ট হক অথবা  bully,তার সাথে কে কেমন খারাপ আচরণ করলো সেটা না দেখে সে তার সব স্টুডেন্ট কেই সমান চোখে দেখে। প্রতিটা এপিসোড এ ওনিজুকা তার স্টুডেন্ট দের নানা ভাবে হেল্প করে, এসব কাজ করতে গিয়ে তাকে ছাদ থেকে লাফ দিতে হয়,কখনো বা এলাকার মাস্তান দের সাথে মারামারি করতে হয়,কখনো বাহ অন্য টিচারদের সাথেও ফাইট করতে হয়।

সামাজিক প্রাসঙ্গিকতা:
এই সিরিজের আরেকটি মুল বিষয় হলো কিশোর কিশোরীদের বিপথে যাওয়ার পিছনে মা বাবাদের ভূমিকা  নিয়ে কথা বলা। সন্তানদের মন বুঝতে না পারা কিংবা বুঝার চেস্টা না করলে,এবং মা বাবাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে সন্তানরা যে কীরকম কষ্ট পায়,এবং সেই কষ্ট যে তাদের নানা ভুল পথে নিয়ে যায়,সেটা বেশ ভালো ভাবে এই সিরিজে ফুটে উঠেছে।

শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক ও ছাত্রদের সম্পর্ক নিয়েও এই সিরিজ বেশ আলোচনা করে। অনেক শিক্ষকরাই তাদের স্টুডেন্ট দের উপর নিজের ক্ষমতা দেখাতে চায়,নিজের স্টুডেন্ট এর কেনো ভুল হচ্ছে,তার সমস্যা কোথায়,এসব বিবেচনা না করে কেবল তার ভুলের জন্য তিরস্কার করে,তাকে Demotivate করে,ফলে ওই স্টুডেন্ট নতুন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলে, ওনিজুকা তার স্টুডেন্ট দের কাছে টিচার না হয়ে একজন ফ্রেন্ড হতে চায়,সে তার স্টুডেন্ট এর কাছ থেকে ভিডিও গেমস ভাড়া নেয়, corn magazine নিয়ে আলোচনা করে,মুভি দেখাতে নিয়ে যায়। টিচার যখন স্টুডেন্ট দের ফ্রেন্ড হয়,তখন স্টুডেন্ট নিজ দায়িত্ব তাদের প্রবলেমের কথা ফ্রি ভাবে তার টিচারদের সাথে শেয়ার করে। ছাত্র-শিক্ষক এর open communication এর প্রভাব এই সিরিজে দেখা যায়।

শেষ কথা:
GTO ২০০০ সালের এনিম হওয়ায় এর এনিমেশন স্টাইল খুব ভালো নাহ,তবে ভয়েস এক্ট পারফেক্ট। যারা Gintama অথবা assassination classroom  পছন্দ করেছেন তাদের অবশ্যই এই সিরিজ ও ভালো লাগবে,Anime দেখার পর ভলিউম ১৩ থেকে মাংগা শুরু করতে পারেন, মাংগা বেশ কিছু যায়গায় Anime থেকে বেশি Detailed ও Deep। 
Happy Watching.
বি:দ্র: যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য Telegram এবং Whats app

Post a Comment

0 Comments