আমার এখন পর্যন্ত দেখা ওয়ান অব দ্যা বেষ্ট কোরিয়ান ড্রামা "𝗥𝗲𝗽𝗹𝘆 𝟭𝟵𝟴𝟴"
স্পয়লার নেই
পাঁচটা পরিবার এবং পাঁচজন বন্ধুকে নিয়ে নির্মিত ড্রামাটি। পারিবারিক ইমোশন, বন্ধুত্ব, প্রতিবেশীদের মধ্যে সামাজিক বন্ধন! কত সুন্দরভাবে তুলে ধরছে পরিচালক৷ তাদের পাঁচজনের মধ্যে বন্ধুত্বটা এত্ত সুন্দর আর জোশ ছিলো! একসাথে মজা-মাস্তি, আড্ডা দেওয়া, খুনসুটি৷ আর আমার শুধু মনে হচ্ছিলো এরকম একটা ফ্রেন্ড সার্কেল যদি আমিও পেতাম৷ "অবশ্য এই জেনারেশনে এরকম ফ্রেন্ড সার্কেল সম্ভব না৷ ফোন এসে আমাদের শৈশবের আনন্দকে কেড়ে নিছে"৷
প্রথম কয়েকটা এপিসোড স্লো লাগতে পারে, তারপর থেকেই এই ড্রামায় ঢুবে যাবেন৷ প্রতিটা এপিসোড প্রায় ১ঘন্টা ২০মিনিট করে তবু একটুও বোরিং লাগবে না৷ শেষ হওয়ার পর আফসোস করবে সবাই, আরও যদি কিছু এপিসোড থাকতো৷
এখানে অভিনয় করা প্রত্যেকটা চরিত্রকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়ছে৷ সবার অভিনয় পারফেক্ট ছিলো! বিশেষ করে দক-সুন চরিত্রে মেয়েটা অভিনয়ে সবাইকে ছাড়িয়ে গেছে তার চঞ্চল অভিনয়ের ফ্যান হয়ে গেছি৷
এই ড্রামাটা দেখে শেষ করার পর কেমন জানি খালি খালি লাগছিলো৷ লাস্টে মহল্লাটা ছেড়ে একে একে যখন সবাই চলে যায় সেই মূহুর্তটাই অনেক খারাপ লাগে৷ মহল্লাটার মায়ায় পড়ে গেছিলাম মনে হচ্ছিলো আমিও তাদের মধ্যে একজন ছিলাম৷ এই ড্রামাটার রেশ অনেকদিন পর্যন্ত থেকে যাবে৷ ড্রামাটার রিপিট ভ্যালু অনেক, ইচ্ছে আছে রিওয়াচ দেওয়ার৷
0 Comments