The Warrior

The Warriorr (2022) - IMDb 
 

দ্যা ওয়ারিয়র্স
অভিনয়ঃ রাম পথেন্যানি, কৃতি শেঠি, আদি,অন্যান্য।
রিলিজঃ ২০২২ সালে
শর্ট রিভিউ!

মুভিটা তামিল-তেলেগুতে ভালো ভাবেই রিলিজ হয়েছিলো। কিন্তু উভয় যায়গায় বক্স অফিস এ ডিজাস্টার হয়। মুভির টার গল্প আহামরি কিছু না। কিন্তু এটুকু বলতে পারবো যে এই মুভিতে সবাই দুর্দান্ত অভিনয় করেছে। রাম পথেন্যানি কে আমার খুব ভালো লাগে সেও ভালো একশন সহ ভালো অভিনয় করেছে,পরিশেষে সবাই ভালো অভিনয় দিয়েছে এই মুভিতে। একজন ডাক্তার এর ডিসিপি হওয়ার গল্প হল দ্যা ওয়ারিয়র্স, হাতে সময় থাকলে দেখে নিয়েন। 
 
ব্যাক্তিগত রেটিংঃ ৬.৫/১০
 

 
 
 
 
 
 
 
 
 

Post a Comment

0 Comments